২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    দিনেশ গুনাবর্ধনে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

    দিনেশ গুনাবর্ধনে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন । শুক্রবার ২২ জুলাই তিনি শপথ গ্রহণ করেন । রনিল বিক্রমাসিংহে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেয়া হলো।

    শ্রীলঙ্কায় একযোগে পদত্যাগ করা আগের মন্ত্রিসভাই শপথ নিতে চলেছে আবারও।  শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে শপথ নেয়ার কথা তাদের। জাতীয় সরকার গঠনের পর্যন্ত বহাল থাকবে এই মন্ত্রিসভা এবং তাতে রদবদল আনা হবে পরে।

    চরম অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েনে একযোগে পদত্যাগ করেন মন্ত্রিসভার সব সদস্য। গেল  ৩ এপ্রিল ২৬ সদস্যই পদত্যাগপত্র জমা দেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া । প্রধানমন্ত্রীর ছেলে নামাল রাজাপাকসেও ছিলেন মন্ত্রিসভার পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে ।

    লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া এর পর দিনই নতুন চারজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন । অর্থমন্ত্রী হিসেবে বাসিল রাজাপাকসের জায়গায় আলি সাবরিকে নিয়োগ দেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান জিএল পেইরিস। এছাড়া দীনেশ গুনাবর্ধনে শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো মহাসড়ক মন্ত্রী হিসেবে শপথ নেন।

    আন্দোলন  সহিংস হয়ে ওঠায় শেষ পর্যন্ত গত ৯ মে ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা। এর তিনদিন পর ১২ মে লঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

    গেল ১২ জুলাই রাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়া রাজাপাকসে। প্রথমে মালদ্বীপ, এরপর সিঙ্গাপুরে আশ্রয় নিয়ে সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন। এর প্রেক্ষিতে গেল  ১৫ জুলাই শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। গত ২০ জুলাই অনুষ্ঠিত  প্রেসিডেন্ট নির্বাচনে  জয়ী হন রনিল বিক্রমাসিংহে।

    মাহফুজা ২২-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর