২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    লাহোরে সর্বোচ্চ ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

    পাকিস্তানের লাহোরে মাত্র সাত ঘণ্টা বৃষ্টিতেই ২০ বছরের পুরোনো বৃষ্টিপাতের রেকর্ড ভাঙলো । বৃহস্পতিবার ২১ জুলাই দেশটির লাহোরে সর্বোচ্চ ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। খবরটি নিশ্চিত করেছে ডন।

    লাহোরে প্রবল বর্ষণের পাশাপাশি দেখা দেয় বজ্রবৃষ্টি । বৃষ্টির পানিতে তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চল।  ডুবে যায় রাস্তাঘাট, বিঘ্নিত হয় গাড়ি চলাচল। অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে ডুবেছে শহরের প্রায় অর্ধেক এলাকা।

    বৃষ্টিপাতে ছাদ ধসে লাহোরে তিনজন মারা গেছেন।  আহত হন ৩ জন বলে জানায় পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ।

    পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ -এর হিসাবে, গেল  চার সপ্তাহে দেশটিতে বৃষ্টিপাত সম্পর্কিত বিভিন্ন দুর্ঘটনায়মারা গেছেন  ২৮২ জন । যাদের মধ্যে ১৬০ জনই নারী ও শিশু। এছাড়াও  আহত হন  অন্তত ২১১ জন।

    বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা গেছেন পাঞ্জাবে ৫৭ জন,  খাইবার পাখতুনখাওয়ায় ৫৬ ও দেশটির অন্যান্য অংশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে ।

    বৃষ্টিতে সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়ি এবং কয়েকটি সেতু আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায়  এনডিএমএ ।

    মাহফুজা ২২-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর