১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    আইসিজে এর রয়েছে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিচার করার এখতিয়ার

    জাতিসংঘের সর্বোচ্চ আদালতের বিচারিক রয়েছে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিচার করার এখতিয়ার । শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজে  বিচারকরা এ ঘোষণা দেন।

    আইসিজের এই রায়ের জন্য রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারের বিচার করার প্রক্রিয়া শুরুর পথ পরিষ্কার হলো।

    তারা যেহেতু আন্তর্জাতিক বিচার আদালতের সদস্য নয়, সেহেতু তাদের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই বলে মিয়নমার দাবি জানিয়েছে।

    ১৩ জন বিচারক প্যানেল দেখেছে যে, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের সব সদস্য গণহত্যা প্রতিরোধে কাজ করতে পারে এবং তা করা বাধ্যতামূলক। এই মামলায় আদালতের এখতিয়ার রয়েছে বলে জানান  বিচারক জোয়ান ডনোগু।

    রায়ের সারাংশে তিনি বলেন, ‘একটি রাষ্ট্রীয় পক্ষ হিসাবে দাঁড়িয়েছে গাম্বিয়া, গণহত্যা কনভেনশন।  আদালত এখন মামলার যোগ্যতা শুনানির জন্য এগিয়ে যাবে, এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে কয়েক বছর ।’

    আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত বাধ্যতামূলক এবং দেশগুলো সাধারণত এসব সিদ্ধান্ত মেনে চলে।

    মাহফুজা ২২-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর