২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বিয়ের পর পারিশ্রমিক বাড়ালেন নয়নতারা

    নয়নতারা ভারতের দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী । গেল  ৯ জুন  বিগনেশ শিবানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। এই দম্পতি থাইল্যান্ডে মধুচন্দ্রিমা কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেন । এরই মাঝে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এখানেই শেষ নয়, বিয়ের পর পারিশ্রমিক বাড়ালেন এই অভিনেত্রী।

    নয়নতারা তার ক্যারিয়ারের শুটিং শুরু করবেন ৭৫তম সিনেমার । সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘এন৭৫’ এবং এটি পরিচালনা করছেন নিলেশ কৃষ্ণা। আর এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

    নয়নতারা একটি সিনেমার জন্য ৭-৮ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। তবে  এই অভিনেত্রী তার ৭৫তম সিনেমার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানায়  টলিউড ডটনেট ।

    নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘০২’। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেন জিএস বিকনেশ এবং গেল  ১৭ জুন মুক্তি পায় এটি। তিনি মালায়ালাম ভাষার ‘গোল্ড’ সিনেমার শুটিং শেষ করেছেন। তামিল ও হিন্দি ভাষার মোট ৬টি সিনেমার কাজ রয়েছে বর্তমানে এ অভিনেত্রীর হাতে।

    মাহফুজা ২১-৭

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর