২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল জানা যাবে

    আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল জানা যাবে।  বৃহস্পতিবার ২১ জুলাই সকাল  ১১টায়  শুরু হওয়ার কথা রয়েছে ভোট গণনা।  বিকেল চারটার দিকে ফলাফল প্রকাশিত হতে পারে। সোমবার ১৮ জুলাই দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন দিল্লিতে নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে ।

    দ্রৌপদী ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি। তিনি  তিনি অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন বলে ধারনা করছেন  বিজেপি নেতারা। অন্য দিকে, বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা প্রায় রোজই নির্বাচনের প্রচারে নিজের পক্ষে কথা বলেছেন। যশবন্ত যাতে বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে  তৃণমূল ।

    রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না ভারতে। সাংসদ, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। প্রথম ও দ্বিতীয় পছন্দ জানাতে হয় । সংসদ সদস্য এবং , বিধায়কদের বেগুনি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হয় । সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ ও গোলাপি রঙের ব্যালট পেপার বিধায়কদের জন্য ।

    মাহফুজা ২১-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর