সুনীল শেঠির মেয়ে আথিয়া বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র ক্রিকেটার কে এল রাহুল। আগামী বছরেই মালা বদল করবেন তারা ।
এ জুটি গেল তিন বছর ধরে প্রেম করছেন। এই সম্পর্ক দুজনের পরিবারই মেনে নিয়েছেন।বিয়ে হবে তাদের আশির্বাদ নিয়েই ।
আথিয়া ও রাহুল এর বিয়ে ২০২৩ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে হবে। তারিখ ও বিয়ের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি বলে জানায় ই-টাইমস।
শোনা যাচ্ছিলো তিন মাসের মধ্যে তাদের বিয়ে হবে। এমন গুজবে আথিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেন, ‘আমি আশা করি আমি এই বিয়েতে আমন্ত্রিত হয়েছি যা তিন মাসের মধ্যে হতে চলেছে, হাহা।’
বিয়ের পর আথিয়া এবং রাহুল মুম্বাইয়ের প্লাশের সান্ধু প্যালেস নামে একটি বিল্ডিংয়ে থাকবেন । এখনও সেটার শেষ হয়নি নির্মাণকাজ ।
আথিয়া ২০১৫ সালে ‘হিরো’ দিয়ে বলিউডে পা রাখেন। সম্প্রতি অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমা এবং একটি ওয়েব শোতে অভিনয়ের জন্য ।
মাহফুজা ২০-৭