১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় মুদ্রার মান পৌঁছেছে সর্বনিম্ন অবস্থায়

    সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় মুদ্রার মান পৌঁছেছে সর্বনিম্ন অবস্থায়। মঙ্গলবার ১৯ জুলাই ভারতীয় মুদ্রার মান ৮০ রুপিতে পৌঁছায় প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে। এদিন লেনদেনের শুরুতেই ভারতীয় রুপির মান ৮০.০১৭৫-এ পৌঁছায়, যা সর্বনিম্ন এখন পর্যন্ত । খবরটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস।

    মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের পেছনে বিশেষজ্ঞরাদেখিয়েছেন বেশ কিছু কারণ । তারা বলছেন, ডলারের শক্তি বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিসহ বিভিন্ন কারণে ভারতীয় মুদ্রার মান কমছে। চলতি বছর মার্কিন রুপির মান প্রায় ৭ শতাংশ কমেছে ডলারের বিপরীতে।

    ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে রুপির মান প্রায় ২৫ শতাংশ কমেছে বলে জানান দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

    লোকসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে আর্থিক অবস্থার প্রভাবই প্রধান কারণ ভারতীয় মুদ্রার পতনের। এখন পর্যন্ত ভারতের বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

    ভারতীয় মুদ্রার মান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে প্রায় ২৭ বারের মতো কমেছে ।একদিকে ক্রমাগত ভারতীয় রুপির দাম কমলেও অন্যদিকে বাড়ছে মার্কিন ডলারের দাম।

    মাহফুজা ১৯-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর