সোয়ার গ্রুপ ভিয়েতনাম ও কম্বোডিয়ায় জনপ্রিয় কোমলপানীয় কোকা-কোলার বোতলজাতকরণের ব্যবসা কিনে নিচ্ছে । এর জন্য ১০১ কোটি মার্কিন ডলার খরচ করার কথা জানিয়েছে হংকং ও লন্ডনভিত্তিক ব্রিটিশ সংস্থাটি। খবরটি নিশ্চিত করেছে নিক্কেই এশিয়া।
বর্তমানে বোতলজাতকরণের দায়িত্ব কোকা-কোলা জাপানের হাতে রয়েছে।সোমবার ১৮ জুলাই সোয়ার কোকা-কোলার চেয়ারম্যান প্যাট্রিক হিলি এক বিবৃতিতে বলেন, এই অধিগ্রহণ তাদের জন্য একটি বড় মাইলফলক। আমাদের বোতলজাত ব্যবসার বৈশ্বিক মাত্রা, আয়তন ও রাজস্ব প্রসারিত করার একটি অংশবৃহত্তর কৌশলের ।
চলতি বছর ভিয়েতনামিজ কোকা-কোলার মুনাফা হয়েছে ৩ কোটি ২০ লাখ ডলার এবং কম্বোডিয়ান শাখার মুনাফা ৩৮ লাখ ডলার। গত বছরের তুলনায় উভয় শাখার মুনাফা কমেছে যথাক্রমে ১২ শতাংশ ও ৬৫ শতাংশ বলে জানায় হংকং এক্সচেঞ্জের ফাইলিং।
সোয়ার পরিমাণের দিক থেকে কোকা-কোলার পঞ্চম বৃহত্তম বোতলজাতকারী । তারা ১৯৬৫ সাল থেকে পানীয়টি বোতলজাত করে আসছে ।
কোকা-কোলার পানীয় উৎপাদন, বাজারজাতকরণ ও বিতরণের একচেটিয়া দেশ হিসাবে তাইওয়ান, যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্য এবং চীনের মূল ভূখণ্ডের সাংহাই শহর ও ১১টি প্রদেশ অন্তর্ভুক্ত করেছে সোয়ার। ভিয়েতনাম ও কম্বোডিয়া যোগ হলে তাদের দখলে আসবে প্রায় ৮৭ কোটি ৬০ লাখ মানুষের বাজার ।
মাহফুজা ১৮-৭