১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সোমবার ও মঙ্গলবার লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকায় রেড অ্যালার্ট জারি

    গোটা যুক্তরাজ্য পুড়ছে তীব্র তাপপ্রবাহে । তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে । এমন পূর্বাভাস দিলো  দেশটির  আবহাওয়া অফিস।

    তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যজুড়ে ঘোষণা করা হয় জাতীয় জরুরি অবস্থা । সোমবার ১৮ জুলাই ও মঙ্গলবার ১৯ জুলাই লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে ।

    যুক্তরাজ্যে বর্তমানে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি কেমব্রিজে ২০১৯ সালে ছিল।

    যুক্তরাজ্যের বাকি অংশেও দেওয়া হয়েছে উচ্চ তাপমাত্রার পূর্বাভাস । সতর্কতা জারি করা হয়েছে ইংল্যান্ডের বাকি অংশ, পুরো ওয়েলস এবং স্কটল্যান্ডের কিছু অংশে ।  বুধবার পর্যন্ত একই অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্তপক্ষ।

    এমন পরিস্থিতিতে রেল চলাচলে গতি কমানো, স্কুলের সময়সীমা কমিয়ে আনা ও হাসপাতালগুলোতে বেশ কিছু এপয়েন্টমেন্ট করা হয়েছে বাতিল ।

    আবহাওয়ার অফিসের সতর্কবার্তার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে।

    মাহফুজা ১৮-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর