১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    বিয়ে করলেন হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

    বিয়ে করলেন  হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। শনিবার ১৬ জুলাই তারা আমেরিকার লাস ভেগাসে বিয়ে করেন । বিয়ের খবরটি জেনিফার লোপেজ নিশ্চিত করেছেন। বেনের সাথে জেনিফারের এটি চতুর্থ বিয়ে।

    আমরা বিয়ে করেছি। ভালবাসা সুন্দর আর  বিশ বছরের ধৈর্যের ফল পেয়েছি-’ রোববার বিকেলে নিজের ওয়েবসাইটে জেনিফার লোপেজ লিখেন।

    জেনিফার ও বেন  তাদের প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর কয়েক বছর প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় তাদের। ২০০৩ সালে বাগদান এবং বিয়ের তারিখ ঠিক হওয়ার পরও সম্পর্ক ভেঙে ফেলেন দুজন।

    ১৯ বছরে জেনিফার লোপেজ বেশ কয়েকবার বাগদান করেছেন। তিনি২০০৪ সালে বিয়ে করেন গায়ক মার্ক অ্যান্থনিকে । ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।  সেখানে তাদের দুটি সন্তানও রয়েছে।

    ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন । তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে। ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।

    মাহফুজা ১৮-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর