সুদানের ব্লু নাইল রাজ্যে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ৩১ জন। শনিবার ১৬ জুলাই দেশটির রাজ্য নিরাপত্তা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। খবরটি জানিয়েছে আল-জাজিরা।
গেল সোমবারে বার্তি এবং হাওসা উপজাতিদের মধ্যে জমি নিয়ে ওই বিরোধের সূত্রপাত হয়। এসময়, অনেক দোকানপাট ও স্থাপনা ভাংচুর করে তারা । এসময় আহত হন ৩৯ জন ।
সেখানে নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়ার পরেও শনিবারের ওই সংঘর্ষ শুরু হয় বলে জানায় সুদানের ডক্টরস কমিটি । পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আরও সেনা মোতায়েন করা দরকার বলে জানান এক স্থানীয় কর্মকর্তা ।
ওই প্রদেশে জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতির রয়েছে। শনিবার আরো আহতদের হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজধানী খার্তুমে নেয়ার আহ্বান জানান সুদানরডক্টরস কমিটি ।
মাহফুজা ১৭-৭