ভারতের পশ্চিমবঙ্গের মালদহে দুই পক্ষের সংঘর্ষে মারা গেছেন দুই জন। মালদহের মানিকচকে রোববার ভোরে বোমাবাজি ও গোলাগুলি শুরু হয়। এতে আহত হন আরও চার জন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ঘিরে বোমাবাজি হয়েছে বলে জানায় ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম । গোপালপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডারকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাতহয় বলে জানায় স্থানীয়রা। এলাকাবাসী জানায় পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির মধ্যে মতবিরোধ রয়েছে ।
ক্ষমতার জোরে নিজের অনুগামীদের টেন্ডার পাইয়ে দিচ্ছেন প্রধানরা । আর এজন্য সভাপতির লোকেরা কাজ পাচ্ছিলেন না। শনিবার রাতে ফোনে একে অন্যকে হুমকি দিলে এরপরই পরিস্থিতি গরম হয়ে ওঠে।
দুই গোষ্ঠীর লোকেরা একে অপরকে আক্রমণ করেন বলে অভিযোগ করে স্থানীয়রা ।
মাহফুজা ১৭-৭