১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    চীনের আকস্মিক বন্যায় মারা গেছেন ১২ জন

    চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় মারা গেছেন ১২ জন।  ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। ।

    রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিজিটিএনে জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় মারা গেছেন ৬ জন। নিখোঁজ রয়েছেন আরও ১২ জন । প্রায় এক হাজার তিনশ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।এদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশের লংনান শহরে মৃত্যু হয়েছে ছয়জনের । তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।

    কয়েকদিন ধরে ৯৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে ওই এলাকাগুলো  ক্ষতিগ্রস্ত হয়। জুলাই মাসের তুলনায় বৃষ্টি হয়েছে প্রায় দ্বিগুন ।

    গেল সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাই শহরে তাপমাত্রার রেকর্ড হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস বা ১০৭ ডিগ্রি ফারেনহাইট। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এমন বিরূপ প্রভাব দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণেই।

    এবারের গ্রীষ্মে কেবল চীন নয়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

    মাহফুজা ১৭-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর