৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর । সেই অনুযায়ী পরীক্ষার সংশোধিত সময়সূচি তৈরি করে প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।  এসএসসি শুরুর ৪৫ দিন পর নভেম্বরে শুরু হবে এইচএসসি পরীক্ষা ।

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝে বড় ধরনের বিরতি দেওয়া হবে। দ্রুত শেষ করা হবে এসব পরীক্ষা । পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। পরীক্ষার সময়  দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

    গেল ১৯ জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।  সিলেট, ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির  অবনতি হওয়ায় ১৭ জুন ঘোষণা আসে এসএসসি পরীক্ষা স্থগিতের ।

    তখন শিক্ষা মন্ত্রণালয় এক  বিজ্ঞপ্তিতে জানয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    মাহফুজা ১৭-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর