২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বক্স অফিসে ৪০০ মিলিয়ন অতিক্রম করেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’

    অন্যতম জনপ্রিয় চরিত্র ‘থর’ মার্ভেল কমিকসের । ৮ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটির ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে থর চরিত্রে দেখা গেছে। ‘গর’  চরিত্রে অভিনয় করছেন ক্রিশ্চিয়ান বেলকে। তাইকা ওয়াইতিতি এই সিনেমা  পরিচালনা করেছেন্।

    প্রথম দিনে ভারতে আয় করে সিনেমাটি ২৪ কোটি রুপি। এরইমধ্যে বক্স অফিসে ছবিটি মুক্তির এক সপ্তাহে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় তুলে নিয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি  বাংলাদেশি টাকায়।

    ভারতীয় এক গণমাধ্যম জানায় , এ সিনেমার বাজেট ছিলো ২৫০ মিলিয়ন ডলার। বক্স অফিসে সে বাজেট ছাড়িয়ে ৪০০ মিলিয়ন অতিক্রম করেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। প্রযোজক-নির্মাতা থেকে ভক্তরাও আনন্দিত ছবির এমন সাফল্যে ।

    হলে মুক্তির ৪৫ দিন পর সিনেমাটি ডিজনি+ এ রিলিজ  পাবে।

    ২০১১ সালে ‘থর’র প্রথম সিক্যুয়েল মুক্তি পেয়েছিলো।  এরপরে দুইবছর পর মুক্তি পায় তার সিকুয়েল ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’। থর: রাগনারক’ ২০১৭ সালে মুক্তি পায় ‘।  থর: লাভ অ্যান্ড থান্ডার’ এলো পাঁচ বছর পর ।

    মাহফুজা ১৬-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর