২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে  প্রচণ্ড তাপপ্রবাহের কারণে । দেশটির বিভিন্ন এলাকায় চরম তাপপ্রবাহজনিত লাল সতর্কতা জারির পর এ ঘোষণা দেয়া হয়।

    যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ  লন্ডন, ম্যানচেস্টার, ইয়র্কসহ বিভিন্ন এলাকায় আগামী সোম ও মঙ্গলবারের জন্য লাল সতর্কতা দিয়েছে । খবরটি নিশ্চিত করে  বিবিসি।

    যুক্তরাজ্যে এবারই প্রথম আংশিকভাবে লাল তাপপ্রবাহ সতর্কতা জারির ঘটনা । এসব এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং তৈরি করতে পারে জীবনের জন্য ঝুঁকি ।

    চরম তাপপ্রবাহের কারণে দেশটির রেললাইনগুলোয় ট্রেন চলাচলের গতি সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। কিছু স্কুলে দেয়া হয়েছে আগাম ছুটি। সড়কগুলোতে পিচ গলে যাওয়া ঠেকাতে সেখানে বালু ছিটানোর পরিকল্পনা করা হচ্ছে।

    তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যজনিত সর্বোচ্চ চার মাত্রার সতর্কতা জারি করেছে  যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সিও।  এ ধরনের তাপপ্রবাহের মধ্যে মানুষ শারীরিকভাবে অসুস্থ এবং মৃত্যুও হতে পারে। এর জন্য স্থানীয় লোকজনকে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

    যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস কর্তৃপক্ষ জানায় চলমান পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের চাহিদা বাড়তে পারে।

    মাহফুজা ১৬-৭

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর