মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেদ্দায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ সৌদির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন । শুক্রবার ১৫ জুলাই জেদ্দায় এই বৈঠক হয় বলে জানানো হয় বিবিসি’র এক প্রতিবেদনে ।
বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন জো বাইডেন।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মানবাধিকারের বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে আমি খাশোগি হত্যার বিষয়টি উত্থাপন করেছি। আমি আগেও বিষয়টি নিয়ে ভাবলেও এখন পরিষ্কার করে বলেছি, বিষয়টি নিয়ে আমি কী ভাবছি।
বৈঠকে মানবাধিকার ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন তিনি।
সৌদি সাংবাদিক জামাল খাশোগি ২০১৮ সালের অক্টোবরে তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হন। এ হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা প্রিন্স সালমান অস্বীকার করে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য মতে, তার অনুমতিতেই এ হত্যাকাণ্ড ঘটে। পশ্চিমা দুনিয়া সেসময় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়ে ওঠে।
ক্ষমতা নেয়ার ১৮ মাসের মাথায় প্রেসিডেন্ট বাইডেন প্রথম মধ্যপ্রাচ্য সফরে গেছেন। কিন্তু সৌদি আরবে বাইডেনের এই সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক । বাইডেনের সফর ঘিরে অভিযোগ উঠেছে, তিনি সৌদি সরকারকে বৈধতা দিতে চলেছেন।
মাহফুজা ১৬-৭