১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইরান প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করলো

    ইরান প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করলো। খবরটি নিশ্চিত করেছে  ডেইলি মেইল।

    উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন এবং সেই সময় বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা দেখানো হয়।

    এর মধ্যে পেলিক্যান, হোমা, আরাশ, চামরুশ, জুবিন, আবাবিল-৪ এবং বভার-৫ সফলতার সঙ্গে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়। এ মহড়ায় অংশ নেয় ভারটিক্যালি উড্ডয়ন করতে সক্ষম কিছু ড্রোন । এ ছাড়া ফতেহ ও তারেক সাবমেরিন থেকেও ড্রোন উৎক্ষেপণ করা হয়।

    শুক্রবার ইরান এ জাহাজের উদ্বোধন করে ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমানায় । এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইরানবিরোধী একটি সামরিক জোট গঠন করতে মধ্যপ্রাচ্য সফর করছেন এসময়  যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান।

    ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবিলা করার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে আমেরিকা সামরিক শক্তি ব্যবহার করতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।

    এই যুদ্ধজাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এসব ড্রোন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। তেহরান যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যে এই পদক্ষেপ নিল ।

    মাহফুজা ১৬-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর