১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ব্যক্তিগত বিমানে সিঙ্গাপুরের যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন গোতাবায়া

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে নির্ধারিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হননি। তবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পরিবর্তে তিনি এখন ব্যক্তিগত বিমানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

    প্রেসিডেন্ট গোতাবায়ার গেল রাতে মালে থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৩৭ বিমানে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিলো । তবে তিনি ওই বিমানে নিরাপত্তার কারণে উঠেননি।

    শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি জানায় রাজাপাকসে ও তার স্ত্রী ইওমা রাজাপাকসে দুই নিরাপত্তা কর্মকর্তাসহ সিঙ্গাপুরে যাত্রা করার কথা থাকলেও নিরাপত্তার কারণে তারা নির্ধারিত বিমানে চড়েননি।

    এখন আলোচনা চলছে সিঙ্গাপুরে যেতে লঙ্কান প্রেসিডেন্টের জন্য সুরক্ষিত ব্যক্তিগত বিমান ভাড়া করার জন্য ।

    শ্রীলঙ্কা ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে আছে । জনরোষ এড়াতে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে গেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বেশ চাপে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও । এরই মধ্যে বিক্ষোভকারীরা তার কার্যালয় দখল করে নিয়েছে ।
    মাহফুজা ১৪-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর