২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তান সরকার অবশেষে আইএমএফ সঙ্গে ঋণ চুক্তিতে পৌঁছেছে

    পাকিস্তান সরকার অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সঙ্গে ঋণ চুক্তিতে পৌঁছেছে। এর জন্য  দেশটি অতিরিক্ত ১২০ কোটি ডলারের পাশাপাশি আরও অর্থ ছাড় পাবে। এ চুক্তিকে জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছেপাকিস্তানের।  বুধবার ১৪ জুলাই এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায়।

    আইএমএফ এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের জুনের শেষ পর্যন্ত সুবিধার মেয়াদ বাড়ানোর সাথে বোর্ডের অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত ঋণ ছাড় দেয়া  হবে। পর্যায়ক্রমে পাকিস্তানকে দেয়া হতে পারে মোট সাতশ কোটি ডলারের অর্থ সহায়তা।

    পাকিস্তান আইএমএফের ফান্ডের কারণে খেলাপি থেকে বাঁচতে পারবে । তাছাড়া অন্যান্য দাতা সংস্থা ও দেশ থেকেও ঋণ পেতে পারে দেশটি। আগামী এক বছরের মধ্যে ঋণ পরিশোধ ও আমদানি ব্যয় মেটাতে পাকিস্তানের চার হাজার কোটি ডলারের বেশি প্রয়োজন।

    পাকিস্তানের অর্থমন্ত্রী জানান  বিনিয়োগকারীদের ইতিবাচক সাড়ার কারণে পাকিস্তানি রুপি, ডলারের বন্ড ও শেয়ারের দাম বেড়েছে।

    এদিকে আবারও কমেছে ভারতীয় রুপির মান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে মোট ২৬ বার কমলো ভারতীয় এ মুদ্রার মান। এরই সঙ্গে রুপি স র্বকালের সর্বনিম্ন দামে পৌঁছালো।

    বুধবার ১৩ জুলাই বাজারে এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়ায় ৭৯ দশমিক ৮১, যা সর্বকালের রেকর্ড গড়েছে।

    মাহফুজা ১৪-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর