ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ক্ষোভ প্রকাশ করে সিনেমা ছাড়ার ইঙ্গিত দিলেন । পবিত্র ঈদুল আজহায় ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দিন : দ্য ডে’ সিনেমা।
বিগ বাজেটের এই সিনেমা ব্যাপক প্রচারণার পরেও সেভাবে দর্শক টানতে পারেনি প্রেক্ষাগৃহে ।এ নিয়ে চলছে নানা সমালোচনা।বর্ষা সেই সমালোচনা থেকে এমন ক্ষোভ প্রকাশ করেন ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বর্ষা বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।’
বর্ষা আরো বলেন ,যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে?’
কান্নাজড়িত কণ্ঠে বর্ষা আরও জানান , ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতেপারে এটাই আমাদের জীবনের শেষ সিনেমা।
‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে।
মাহফুজা ১৩-৭