৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    হোয়াইট হাউজ অভিমুখে গর্ভপাতের অধিকারের দাবিতে হাজারো নাগরিক

    ‘আমরা ফিরে যাব না’ স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের দিকে একত্রিত হচ্ছে। তাছাড়া অনেকে গেটের বাইরে অবস্থান নিয়েছে। গর্ভপাতের অধিকার ফিরে পেতে  যাত্রা শুরু করেছে দেশটির হাজার হাজার নাগরিক। প্রবল বৃষ্টি ও গ্রেফতারের ঝুঁকি থাকা সত্ত্বেও নাগরিকরা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জড়ো হয়েছে। কারণ গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেওয়া প্রায় ৫০ বছরের পুরোনো একটি আইনি সিদ্ধান্ত বদলে দিয়েছেন। তারপর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে। রোববার (১০ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    বিক্ষোভকারীদের একজন ৩৩ বছর বয়সী লরেন পিয়ার্স। তিনি ডালাস থেকে গিয়েছেন অর্থাৎ বিক্ষোভে যোগ দিতে তাকে দুই হাজার কিলোমিটার পাড়ি দিতে হয়েছে।

    তিনি বলেন, এ ইস্যুতে লড়াই করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের মৌলিক অধিকার। এজন্য সব ধরণের ঝুঁকি নিতেও রাজি রয়েছেন বলে জানান তিনি।

    ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ নামের ঐতিহাসিক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতে বৈধতা দেওয়া হয়েছিল।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর