বিনোদন ডেস্ক : আজ ঈদের দিন ১০ জুলাই বিটিভিতে সবার জন্য এক চমক অপেক্ষা করছে। হা রাত দশটার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে আনন্দমেলাতো প্রতি ঈদেই প্রচারিত হয় তা হলে চমকটা কি। দর্শকদের জন্য চমক রেখেছে আনন্দমেলা।
এবারের আনন্দমেলার বড় চমক হিসেবে উপস্থিত হবেন রাজ-পরী। এছাড়াও চমক থাকছে উপস্থাপনায়। অভিনয়শিল্পী আফরান নিশোকে এবার দেখা যাবে ‘আনন্দমেলা’র উপস্থাপক হিসেবে। শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দমেলায় থাকছে বিভিন্ন চমক। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা।
সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে নুসরাত ফারিয়ার নাচ।
চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তাঁর সিনেমার জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে।
এভাবে আরো অনেক চমক রেখেই প্রচারিত হবে আজকের বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা।