২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    প্রবল বৃষ্টিতে ভেসে গেল ভারতের অমরনাথের গুহা; নিহত ১৫

    ভারতের জম্মু-কাশ্মীরের অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো  ১৫ জনে।  এ ঘটনায় এখনো  ৪০ জন নিখোঁজ রয়েছেন।

    স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৫টায়  অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় প্রবল বৃষ্টি হয়।  জলস্ফীতি এবং প্লাবনে ভেসে যায় ২৫টি পুণ্যার্থীর শিবির ও লঙ্গর। ।

    স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রাকৃতিক দূর্যোগের জন্য  স্থগিত করা হয়েছে যাত্রা। উদ্ধারকাজে নামানো হয়েছে হেলিকপ্টার। উদ্ধার কাজ চালাচ্ছে ভারতের জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী । সঙ্গে আছে  ইন্দো-তিবব্ত সীমান্ত পুলিশ -আইটিবিপি।

    করোনার জন্য অমরনাথ যাত্রা গত দুই বছর বন্ধ ছিল । গেল ৩০ জুন থেকে এ যাত্রা আবার শুরু হয়। ঐতিহাসিক মন্দির এ  এখন পর্যন্ত ৭২ হাজার পুণ্যার্থী দর্শন করেছেন ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি উদ্বেগজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হচ্ছে। লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহাজির সঙ্গে কথা বলে পরিস্থিতির খবর নিয়েছি। কেন্দ্র থেকে করা হচ্ছে’সব রকম সহায়তা ।

     

    মাহফুজা ৯-৮

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর