২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    এবার হুমকির চিঠি এলো সালমানের আইনজীবী হস্তিমল সারস্বতের কাছে

    বলিউড অভিনেতা সালমান খান ও তার বাবা কিছুদিন আগেই  পেয়েছিলেন হত্যার হুমকি । এবার হুমকির চিঠি এসেছে সালমানের  আইনজীবী হস্তিমল সারস্বতের কাছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে এ হুমকির  চিঠি  এসেছে।

    এ আইনজীবী কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানের পক্ষে লড়ছেন। ধারণা করা হচ্ছে হয়তো তাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে গ্যাংটি সালমানের পক্ষে লড়ছেন দেখেই ।

    সারস্বত পুলিশের কাছে অভিযোগ করেছেন খুনের হুমকি চিঠি পেয়েছেন তিনি ৩ জুলাই জানায়  ভারতীয় সংবাদমাধ্যম । চিঠিটি পান আদালতেই তার চেম্বারে । তাতে লেখা ছিলো ‘সিধু মুসেওয়ালার মতো একই পরিণতি ভোগ করবেন’।

    এরইমধ্যে বিষয়টি  নিয়ে তদন্ত করছে পুলিশ।  ব্যবস্থা করা হয়েছে আইনজীবীর বাড়িতে কড়া নিরাপত্তার ।

    সিধু মুসওয়ালা একজন গায়ক এবং কংগ্রেস নেতা ছিলেন। ২৯ মে তাকে গুলি করে হত্যা করে পাঞ্জাবের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা ।

    মাহফুজা ৭-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর