৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    দোনেৎস্কের ক্রামাতোর্সক এবং স্লোভিয়ানেস্কের দিকে এগুচ্ছে রুশ বাহিনী

    রুশ সেনারা দোনেৎস্কের পূর্ব দিক থেকে এগিয়ে আসছে। প্রশাসন ইউক্রেনের দোনবাসের দোনেৎস্কের সকল বেসামরিক লোকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ।

    দোনেৎস্কের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কায়রেলেঙ্কো বলেন  তোরেস্কে মিসাইল হামলা হয়েছে। আমি সবাইকে বলছি সরে যান। সরে গেলেই জীবন বাঁচবে।

    ইউক্রেনের হাতে বর্তমানে দোনেৎস্কের ৪৫ ভাগের দখল আছে।  কিন্তু লুহানেস্কের লিসিচানস্ক দখল করার পর দোনেৎস্কের ক্রামাতোর্সক এবং স্লোভিয়ানেস্কের দিকে এগুচ্ছে রুশ বাহিনী।

    সাধারণ মানুষ এ স্থানগুলোতে নতুন করে হামলার তীব্রতা বাড়ায় সরে যাচ্ছেন। বর্তমানে শহরটির বেশিরভাগ বাসিন্দা চলে গেছেন বলে জানান স্লোভিয়ানেস্ক সামরিক প্রশাসনের প্রধান ভাদইয়াম লিয়াখ ।

    তিনি বলেন বর্তমানে স্লোভিয়ানেস্কের ১ লাখ বাসিন্দার মধ্যে মাত্র ২৩ ভাগ শহরটিতে অবস্থান করছেন। ইউক্রেনের সরকার সাধারণ মানুষ যেন স্লোভিয়ানেস্ক ছেড়ে পালাতে পারেন সেটি নিশ্চিত করতে ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।

    মাহফুজা ৬-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর