রাজনৈতিক অবস্থান পেছনে ফেলে সিনেমার স্বার্থে এক হলেন দুই তারকা দেব-মিঠুন। তাদের অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে ।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায় , নির্মাতা দেড় বছর আগে ‘প্রজাপতি’ সিনেমার ঘোষণা করেন । সিনেমাটির শুটিংয়ের কাজ মিঠুনের অসুস্থতার কারণে বেশ কয়েকমাস পিছিয়ে যায় । নির্মাতা সব বাধা কাটিয়ে গতকাল শুটিং শুরু করেন । দেব-মিঠুনশুটিং এ অংশ নেন ।
দীর্ঘ বিরতির পর কামব্যাক প্রসঙ্গে মিঠুন বলেন—‘এখন যে কাজ ভালো লাগে সেটাই করি। ওটিটিতেও কাজ করলাম। এটি একদম অন্যরকম তাই ’প্রজাপতিতে অনেকদিন পর কাজ করছি;।
দেব সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী । এ অভিনেতা বলেন, ‘এই সিনেমার স্ক্রিপ্ট দেখেই বলেছিলাম অসাধারণ একটা গল্প। আর এটা মিঠুনদার চরিত্র।
দেব-মিঠুনের কলকাতার সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়ি আপাতত কয়েকদিনের ঠিকানা। এই সিনেমায় ৪৬ বছর পর একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। সিনেমাটিতে দেবের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। তা ছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জির মতো শিল্পীরা। নির্মাতা এ বছরের বড় দিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন ।
মাহফুজা ৬-৭