কলকাতায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস –এলপিজি র আবার ভোক্তাপর্যায়ে সিলিন্ডারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। দিল্লিতে এখন রান্নার গ্যাসের সিলিন্ডার ১০৫৩ টাকায় এবং কলকাতায় ১০৭৯ টাকায় পাওয়া যাবে নতুন দাম অনুযায়ী।
বুধবার ৬ জুলাই সরকার ভর্তুকি ছাড়া ১৪ দশমিক ২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করে নতুন দাম ।
এ নিয়ে রান্নার গ্যাসের দামদু’মাসে তিনবার বাড়লো। এর আগে ৭ মে ৫০ টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র। এর পর ১৯ মে আবারও দাম বাড়ানো হয়। বুধবার রান্নার গ্যাসের ১৪.২ কোজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও। বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি ১৮ টাকা করে।
তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি কমানো হয়েছে সাড়ে আট টাকা করে ।
মধ্যবিত্তের আবারও রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে । গত দু’মাসে রান্নার গ্যাসের দাম ১০৩ টাকা বেড়েছে ।
মাহফুজা ৬-৭