থাইল্যান্ড সরকার বিদেশি পর্যটকদের জন্য হোটেল ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছে। এ সিদ্ধান্ত নেওয়া হবে পর্যটনখাতের পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে। এতে দেশটি বিদেশিদের খরচ বাড়বে ভ্রমণের ক্ষেত্রে। বুধবার ৬ জুলাই এ তথ্য জানানো হয় ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে ।
থাইল্যান্ড সরকারের মুখপাত্র ট্রেইজারি তাইসারনাকুল এক বিবৃতিতে জানান, পর্যটন মন্ত্রণালয় হোটেল অপারেটরদের একটি দ্বৈত-শুল্ক কাঠামো বাস্তবায়ন করতে বলার পরিকল্পনা করেছে। বিদেশি দর্শনার্থীদের মহামারির আগের পর্যায়ে টাকা পরিশোধ করতে হবে। কিন্তু স্থানীয়দের ক্ষেত্রে এখানে ছাড় দেওয়া হবে ।
তাইসারনাকুল বলেন, এ সিদ্ধান্ত নেওয়া হবে বিদেশি পর্যটকদের জন্য আমাদের রেট ও পরিষেবার মান বজায় রাখার জন্য । মানুষের ধারণা ইতিবাচক হবে এতে পর্যটন ব্যবস্থা সম্পর্কে । করোনার সময় থাইল্যান্ডে হোটেল খরচ কমানো হয়েছিল। তবে এখনো সে সুবিধা পাবে অভ্যন্তরীণ নাগরিকরা ।
গত দুই বছরে ধস নামে দেশটির পর্যটনখাতে। হোটেল ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় । পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যাংককসহ প্রধান পর্যটন এলাকার হোটেলগুলো দিতে থাকে ছাড় যা এখনো রয়েছে অব্যাহত ।
মাহফুজা ৬-৭