১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    চীনের শিয়ান এ এক সপ্তাহের লকডাউন ঘোষণা

    করোনার সংক্রমন ঠেকাতে   চীনের শিয়ান শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা  জানান নগরীর ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও রেস্তোঁরা এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে ।

    চীন জিরো টলারেন্সে নীতি অবলম্বন করে আসছে করোনার সংক্রমণ ঠেকাতে।  এই পদ্ধতিতে আংশিক লকডাউন, কোয়ারেন্টাইন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়।

    গেল বছরের শেষের দিকে এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর শিয়ানে ছিলএক মাস এর লকডাউন । কর্তৃপক্ষ জানায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত নতুন ক্লাস্টারে শনিবার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছেন।

    শিয়ানে ‘সাত দিনের সাময়িক বিধি-নিষেধ বলবৎ থাকবে যা সমাজকে যতটা সম্ভব শান্ত করে গতিশীলতা হ্রাস করবে  এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস করবে বলে এক সংবাদ সম্মেলনে  জানান ঝাং জুয়েডং। তিনি আরো বলেন, ‘আমাদের অবশ্যই সময় ও ভাইরাস সঙ্গে পাল্লা দিতে হবে. এবং সম্প্রদায়ের মধ্যে ব্যাপক বিস্তার প্রতিরোধ করতে হবে।’

    ঝাং জানান বুধবার মধ্যরাত থেকে পাব, ইন্টারনেট ক্যাফে এবং কারাওকে বারসহ সর্বজনীন বিনোদনের স্থানগুলো বন্ধ থাকবে ।

    মাহফুজা ৫-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর