২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে

    বিশ্বে পাঁচ হাজার ছাড়িয়েছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা । মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এ তথ্য জানায়।

    সংস্থাটি জানায় , বর্তমানে পরীক্ষাগারে মাঙ্কিপক্সে পাঁচ হাজার ৩২২ জনের আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের ৮৫ শতাংশই ইউরোপে।

    আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়লেও জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি মাঙ্কিপক্স সংক্রান্ত জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকের জন্য এখনও তারিখ নির্ধারণ করেনি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স ।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা চাইব জেনেভায় সাংবাদিকদের বলেন,‘এ  বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পাঁচ হাজার ৩২২ জনের নিশ্চিত আক্রান্তের এবং একজনের মৃত্যুর তথ্য রয়েছে।’ এ পর্যন্ত ৫৩টি দেশে সংক্রমণ ছড়িয়েছে বলে জানান  ফাদেলা চাইব।

    আক্রান্তের সংখ্যা বেড়েছে আট দিনে ৫৬ শতাংশ। তিন হাজার ৪১৩ জন  আক্রান্তের সংখ্যা ছিল ২২ জুন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুয়ায়ী ।

    মাঙ্কিপক্সে ৮৫ শতাংশ সংক্রমণ ইউরোপে, আফ্রিকা , আমেরিকা, পূর্ব ভূমধ্যসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।’

    মাহফুজা ৫-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর