২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    প্রায় ২৭ বছর পর একসঙ্গে বড়পর্দায় শাহরুখ এবং সালমান খান

    শাহরুখ খান এবং সালমান খান বহু বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।  গণমাধ্যমের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন দুই খান। দর্শক যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখবে।

    আনন্দবাজার ডিজিটাল এক প্রতিবেদন জানায় , শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। অতিথি শিল্পী হিসেবে বেশিরভাগ সিনেমায় কখনো শাহরুখ, আবার কখনো সালমান উপস্থিত হয়েছেন ।  ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’সিনেমায় দুই নায়ককে দর্শক একসঙ্গে দেখেছিল ।

    প্রায় ২৭ বছর পর দর্শক বড়পর্দায় দুজনকেই মুখ্য চরিত্রে দেখবে । আদিত্য চোপড়া এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন । সব ঠিক থাকলে শুটিং শুরু হবে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথম দিকে।

    এই দুই বলিউড স্টারের ঝুলিতেই আছে অনেক  সিনেমা। শাহরুখের এবছর দুটি সিনেমা মুক্তি পাবে । এবছরইসালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে । এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায়ও থাকছে চমক।ভাইজান সে সিসনমাতেও হাজির হবেন ।

    মাহফুজা ৫-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর