ডেনমার্কের কোপেনহেগেনের শপিংমলে সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ ২৪ দিনের রিমান্ডে নিয়েছে । সোমবার ৪ জুলাই ডেনিশ পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে একটি সিটি কোর্টে নেয়া হলে রিমান্ডে রাখার নির্দেশ দেয় আদালত। রয়টার্স এবং সিএনএন খবরটি নিশ্চিত করে।
২২ বছর বয়সী ডেনিশ তরুণ রোববার ৩ জুলাই শপিংমলে বন্দুক নিয়ে হামলা চালায় । এরপর পুলিশ হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং তাকে একটি বদ্ধ মানসিক ওয়ার্ডে রাখা হবে বলেও জানায় কোপেনহেগেনের পুলিশ।
প্রকাশ করা হয়নি ওই তরুণের নাম পরিচয়। গ্রেফতারকৃত তরুণের মানসিক সমস্যা আছে। আক্রমণের পেছনে কোনো ‘সন্ত্রাসী উদ্দেশ্য’ থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে জানান ডেনমার্কের পুলিশ প্রধান সোরেন থমাসেন।
রোববারের হামলায় ১৭ বছর বয়সী দুইজন ও ৪৭ বয়সী এক রুশ নাগরিক নিহত হয়েছেন। চারজ। গুলিবিদ্ধ হন।আহতদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক ।
এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে, কোপেনহেগেনে গুলিতে মারা যান দুইজন ও পাঁচজন আহত হন।মাহফুজা ৫-৭