৭০ বছরের মধ্যে ইতালির পো নদীর পাশের পাঁচটি অঞ্চল সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে । কর্তৃপক্ষ ওই এলাকাগুলোতে জরুরি খরা পরিস্থিতি ঘোষণা করেছে ।
বিবিসি জানায় এমিলিয়া-বোমাগনা, ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়া, লোম্বার্ডি, পিডমন্ট ও ভেনেতোতে পানির ঘাটতি মোকাবিলায় জরুরি তহবিল হিসেবে দেয়া হবে তিন কোটি ৮০ লাখ মার্কিন ডলার ।
কৃষি ইউনিয়ন কোল্ডিরেত্তি জানায় , খরা ইতালির ৩০ শতাংশেরও বেশি কৃষি উৎপাদনকে ফেলেছে হুমকির মুখে । উত্তর ইতালিতে পানির ঘাটতি বাড়িয়ে দিয়েছে শীত ও বসন্তজুড়ে অস্বাভাবিক গরম আবহাওয়া এবং কম বৃষ্টিপাত । বেশ কয়েকটি পৌরসভা ইতোমধ্যে ঘোষণা করেছে পানির রেশনিং ।
জরুরি অবস্থার লক্ষ্য বর্তমান পরিস্থিতিকে ভিন্ন উপায় ও ক্ষমতা দিয়ে পরিচালনা করা বলছেন ইতালির সরকার।
ইতালির দীর্ঘতম নদী হল পো । এটি দেশটির পূর্ব দিকে ৬৫০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে প্রবাহিত। পো উপত্যকার কৃষকরা জানান , ফসল নষ্ট করছে সমুদ্রের লবণাক্ত পানি এখন নদীতে মিশে যেয়ে।
মাহফুজা ৫-৭