৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    অভিযান অব্যাহত রাখতে নতুন নির্দেশনা দিলেন ভ্লাদিমির পুতিন

    রাশিয়া পুরোপুরি দখলের দাবি করেছে ইউক্রেনের দোনবাসের একটি অঞ্চল লুহানস্ককে । রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে নতুন নির্দেশনা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দিন। বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

    এদিকে ইউক্রেনের লুহানস্ক প্রদেশ দখল করে রাশিয়া এটির নাম দিয়েছে  লুহানস্ক পিপলস রিপাবলিক –এলপিআর।

    রাশিয়া বর্তমানে দোনেৎস্ক অঞ্চলের নিকটবর্তী শহরগুলোতে বিমান হামলা জোরদার করেছে বলে জানায় ইউক্রেনের সেনাবাহিনী ।

    প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষামন্ত্রীকে বলেন, যেসব সেনা লুহানস্ক দখল করার অভিযানে অংশ নিয়েছে, তাদের এবার বিশ্রামে পাঠাতে হবে। এবার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ব্রিগেডকে অভিযান চালিয়ে যেতে হবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ।

    রাশিয়ার প্রেসিডেন্ট গেল  ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

    মাহপুজা ৫-৭

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর