চিত্রনায়ক সিয়াম এবার কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিনেমায় তার নায়িকা আয়ুষী তালুকদার। তবে সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী পারিবারিক গল্পের এই সিনেমায় মূল পাত্র-পাত্রী । আগামী আগস্টে লন্ডনে শুরু হওয়ার কথা রয়েছে দুই জেনারেশনের গল্পের সিনেমাটির শুটিংটি।
এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এই সিনেমা নিয়ে পরিকল্পনা চলছে অনেকদিন ধরে । সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে দাদার সঙ্গে গল্প নিয়ে, চরিত্র নিয়ে কথা হয়েছিল। এটি দুই জেনারেশনের পারিবারিক গল্প নিয়ে একটা সিনেমা। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি।’
সবশেষ সিয়াম আহমেদের মুক্তি পাওয়া সিনেমা ‘পাপ-পুণ্য’। এ ছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি হিন্দি ভাষার ‘ইন দ্য রিং -স্টোরি অব এ বোরকা বক্সার’ সিনেমায়।
মাহফুজা ৪-৭