ভারতের কর্নাটকের সিনি শেঠি ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী হয়েছেন। রোববার সন্ধ্যায় এবারের গ্র্যান্ড ফিনালে বসেছিল মুম্বাইয়ের জিও কনভেনশনে হলে ।
২১ বছর বয়েসী সিনিকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২০’ বিজয়ী মানসা বারানসী। রাজস্থানের রুবাল শেখাওয়া। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান। ইন্ডিয়া টুডে এ খবরটি নিাশ্চত করেছে ।
এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দেশের নানা প্রান্ত থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। এই ৩১ জন প্রতিযোগীকে প্রথমে মুম্বাই এনে সেখানে নানা প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সিনি সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন । ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন সিনি।
বিচারকের আসনে ছিলেন—নেহা ধুপিয়া, মালাইকা আরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা।‘ এই প্রতিভাবান মেয়েদের সঙ্গে আমি আমার যাত্রার প্রতিটা মুহূর্ত ফিরে দেখেছি বলে মন্তব্য করেন প্রাক্তন মিস ইউনিভার্স নেহা ধুপিয়া ।
অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক এবারের বিজয়ী সিনি । মাত্র চার বছর বয়সে নাচের তালিম নেয়া শুরু করেন ।
মাহফুজা ৪-৭