২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ’এক ভিলেন রিটার্নস’ অ্যাকশন থ্রিলারটি বড় পর্দায় মুক্তি পাবে ২৯ জুলাই

    ‘এক ভিলেন রিটার্নস’ এর সিনেমাটির ট্রেলার ৩০ জুন মুক্তি পেয়েছে । ট্রেলার মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন ছবিটির শিল্পীরা।

    সিনেমার ট্রেলার উন্মোচনের পরে আয়োজন করা হয় এক  সংবাদ সম্মেলন এর ।  যেখানে জনকে জিজ্ঞেস করা হয়  বিপাসা বসুর সঙ্গে তার যেমন রসায়ন ছিলো দিশা পাটানির সঙ্গে তেমন হবে কি? অভিনেতা তার জবাবে বলেন, ‘কিছু কিছু অভিনেতা আছেন যাদের সাথে আমি অতীতে কাজ করেছি এবংতাদের  সঙ্গে আমার রসায়ন সুন্দর ছিল । অভিনয় দক্ষতা অসাধারণ তাদের। তবে দিশার সঙ্গে এটা আমার প্রথম কাজ  যা  একেবারেই অসাধারণ ।  আমাদের রসায়ন দেখতে পাবেন সিনেমাতে।

    ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে প্রথমবারের মতো অর্জুন কাপুর এবং তারা সুতারিয়াকে অনস্ক্রিন দম্পতি হিসেবে দেখা যাবে। মোহিত সুরি পরিচালিত ছবিটি রিতেশ দেশমুখ, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর অভিনীত ‘এক ভিলেন’র সিক্যুয়েল। তবে এর প্রিক্যুয়েল থেকে আলাদা প্লটলাইন এবং চরিত্রগুলো।

    একতা কাপুর এবং ভূষণ কুমার প্রযোজিত অ্যাকশন থ্রিলারটি বড় পর্দায় মুক্তি পাবে  ২৯ জুলাই। এতে অভিনয় করেছেনজন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি এবং তারা সুতারিয়া।

    মাহফুজা ৩-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর