৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    অটল বিহারি বাজপেয়ির বায়োপিক তৈরী হচ্ছে

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির বায়োপিক তৈরী হচ্ছে । প্রযোজক সন্দীপ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পোস্টার শেয়ার করে এই ছবির ঘোষণা দেন।

    সিনেমার কিছু অংশ প্রকাশ করে সন্দীপ লিখেছেন, অটল বিহারি বাজপেয়ি ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা নেতা। যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রগতিশীল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন।

    এই সিনেমায় অটল বিহারি বাজপেয়ির জীবনের অন্যান্য দিকও উঠে আসবে। শুধু রাজনীতি নয়, তার কবিতা, লেখা এবং মানবিক দিকও উঠে আসবে ছবির গল্পে বলে জানান সন্দীপ । রাখা হয়েছে অটল’সিনেমার নাম । পোস্টারে শিরোনামের সঙ্গে লেখা রয়েছে ‘ম্যায় রহু, ইয়া না রহু ইয়ে দেশ রহেনা চাহিয়ে’।

    সিনেমাটি  এনপি মেঞ্চার লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হতে চলেছে।  যৌথভাবে সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছেন বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং । অটল বিহারি বাজপেয়ির ভূমিকায় কে অভিনয় করবেন এবং কে পরিচালনা করবেন, তা এখনও ঠিক হয়নি।

    এই সিনেমার শুটিং শুরু হবে ২০২৩ সালে বছরের শুরুর দিকে । অটল বিহারি বাজপেয়ির ৯৯তম জন্মবার্ষিকীতে ওই বছরের বড়দিনে সিনেমাটি  মুক্তি পেতে পারে ।

    মাহফুজা ২৯

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর