আসছে ৬ জুলাই বলিউড অভিনেতা রণভীর সিং এর জন্মদিন। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রণভীর তার জন্মদিন উদযাপন করতে। বৃহষ্পতিবার দেশ ছাড়ার সময় এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামরায় ধরা পড়েন তিনি।
এর আগে, রনভীর তার ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন , ‘আমার স্ত্রীর মন্তব্যের জন্য অপেক্ষা করছি।’ এর উত্তরে, দীপিকা বলেন, ‘শিগগিরই আমার কাছে এসো!’
জন্মদিনের দিনটি রণভীর দীপিকার সঙ্গে কাটাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানায় বলিউড হাঙ্গামা।
দীপিকা পাড়ুকোন শুটিং করছেন হৃতিক রোশনের সঙ্গে যুক্তরাষ্ট্রে ‘ফাইটার’ ছবির । তিনি কাজ করেছেন শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতেও।
অন্যদিকে রণভীরের সিনেমা ‘সার্কাস’ ২০২২ সালের ডিসেম্বরে এবং ২০২৩ সালে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে।
মাহফুজা ৩০