২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

    পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সব  জল্পনায় ইতি টেনে।  বুধবার ফেসবুক লাইভে পদ ছাড়ার ঘোষণা দেন  এই শিব সেনা ‘প্রধান’। এর সাথে  তিনি বিধান পরিষদ থেকেও পদত্যাগ করেন । ভাষণে স্পষ্টতই আবেগী হতে দেখা যায় উদ্ধবকে ‘বিদ্রোহী’দের বার্তা দেওয়ার সময় ।

    সুপ্রিম কোর্ট রায় দেয়, বৃহস্পতিবা র‘মহা বিকাশ আগাড়ি’ সরকারকে বিধানসভায় আস্থাভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।  বেলা ১১টার সময় বিধানসভায় আস্থাভোট প্রক্রিয়া শুরু হয়ে  শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে বলে নির্দেশ দেয় আদালত। এর পরেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

    বিদ্রোহী শিবির অর্থাৎ একনাথ শিণ্ডেদের উদ্দেশে এদিন আবেগঘন বার্তা দেন উদ্ধব বলেন, “কার ওপর রাগ আপনাদের। ‘মাতোশ্রী’তে আসতে পারতেন কোনো সমস্যা হলে আপনারা । আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক বলেন তিনি।

    এই মুহূর্তে সংখ্যাতত্ত্ব বলছে অনায়াসেই মহারাষ্ট্রের পরবর্তী সরকার গঠন করে ফেলতে পারবে বিজেপি, বিদ্রোহী বিধায়কদের সঙ্গ পেলে। শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াও। শিব সেনার বিদ্রোহী শিবিরের বিধায়করা যদিও এখনও মুম্বই পৌঁছাননি, বিজেপি বিধায়করা বৈঠকে বসেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের বাড়িতে ।

    মাহফুজা ২৯

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর