২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নেপালে ফুচকা বিক্রি বন্ধের নির্দেশ

    জনপ্রিয় খাবার ফুচকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল কর্তৃপক্ষ। কাঠমাণ্ডুতে এখনবন্ধ রযেছে ফুচকা বিক্রি।

    নেপালে সম্প্রতি বাড়ছে কলেরা সংক্রমণ। আর ফুচকার পানিতে পাওয়া গেছে এ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। সেজন্যই নগর কর্তৃপক্ষ সতকর্তাস্বরূপ আপাতত ফুচকা বিক্রি নিষিদ্ধ করেছে।

    নেপালে এরই মধ্যে কলেরায় আক্রান্ত হয়েছেন অন্তত ১২ জন।  এর মধ্যে কাঠমাণ্ডুতেই সাতজন। ফুচকায় ব্যবহৃত পানিতে কলেরা ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়ায় এই খাবার বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় ললিতপুর মেট্রোপলিটন সিটি-এলএমসি।

    বর্ষাকালে নেপালে পানিবাহিত নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ে। যার  মধ্যে কলেরা ও ডায়রিয়া অন্যতম।  ফুচকা বিক্রি বন্ধ না করলে তা থেকে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারেবলে মনে করছে  কাঠমাণ্ডু প্রশাসন । শহরাঞ্চলের পাশাপাশি শহরতলী বা অন্যত্রও যেন আপাতত ফুচকা বিক্রি না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।

    মাহফুজা ২৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর