বলিউড সুপারস্টার আমির খান ভারতের আসামের বন্যা দুর্গতদের জন্য ২৫ লাখ রুপি দিয়েছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে খবরটি জানান।
এক টুইটে তিনি লিখেন, ‘আমির খান আসামের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন এবং ২৫ লাখ রুপি দিয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে । এই মহানুভব কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।’
আসামের বন্যায় মারা গেছেন অনেক মানুষ । ঘর হারিয়েছেন হাজার হাজার মানুষ। বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ত্রাণ শিবির তৈরি হয়েছে বিপর্যস্ত মানুষদের জন্য ।
এর আগে আসামের মানুষের সাহায্যে ২৫ কোটি রুপি দেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানি। এছাড়া অভিনেতা অর্জুন কাপুর, নির্মাতা রোহিত শেঠি ও গায়ক সোনু নিগম প্রত্যেকে ৫ লাখ রুপি দিয়েছেন। ১১ লাখ রুপি দিয়েছেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার ।
মাহফুজা ২৮