২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আমির খান আসামের বন্যা দুর্গতদের জন্য দিলেন ২৫ লাখ রুপি

    বলিউড সুপারস্টার আমির খান ভারতের আসামের বন্যা দুর্গতদের জন্য  ২৫ লাখ রুপি দিয়েছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে খবরটি জানান।

    এক টুইটে তিনি লিখেন, ‘আমির খান আসামের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন এবং ২৫ লাখ রুপি দিয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে । এই মহানুভব কাজের জন্য তার  প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।’

    আসামের বন্যায় মারা গেছেন অনেক মানুষ । ঘর হারিয়েছেন হাজার হাজার মানুষ।  বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ত্রাণ শিবির তৈরি হয়েছে বিপর্যস্ত মানুষদের জন্য ।

    এর আগে আসামের মানুষের সাহায্যে ২৫ কোটি রুপি দেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানি। এছাড়া অভিনেতা অর্জুন কাপুর, নির্মাতা রোহিত শেঠি ও গায়ক সোনু নিগম প্রত্যেকে ৫ লাখ রুপি দিয়েছেন।  ১১ লাখ রুপি দিয়েছেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার ।

    মাহফুজা ২৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর