ইউক্রেনের রাজধানী কিয়েভে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ সময় মারা যান একজন। আহত হন আরো চারজন । খবরটি আল-জাজিরা নিশ্চিত করেছে।
রোববার রুশ বিমান হামলার পর উদ্ধারকর্মীরা কিয়েভের এক বিধ্বস্ত ভবনের ভেতর থেকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে।
রুশ হামলায় প্রাথমিক তথ্যমতে একজন প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন বলে জানান কিয়েভের সাধারণ প্রসিকিউটরের কার্যালয় ।
হাসপাতালে ভর্তি করা হয়েছে ছয় জনকে। এদের মধ্যে ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হওয়া সাতবছরের এক মেয়ে শিশুও রয়েছে বলে জানান কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ।
এ হামলা চালানো হলো সেভেরোদোনেৎস্ক পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার এক দিন পরই । যখন শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭–এর নেতারা জার্মানিতে সম্মেলনের প্রস্তুতির নিচ্ছেন। ঠিক সেসময় এই হামলা চালানো হলো।
মাহফুজা ২৭