একটি বাসে রকেট হামলায় সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রাক্কায় মারা গেছেন কমপক্ষে ১৩ জন । নিহতদের মধ্যে ১১ সেনা সদস্যসহ দুজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। আহত হয়েছেন এ ঘটনায় আরো তিন সেনা সদস্য।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল-জিরা এলাকায় রাক্কা-হোমস মহাসড়কে একটি বেসামরিক বাস সন্ত্রাসী হামলার শিকার হয়। এতে ১৩ জন নিহত এবং ৩ জন আহত হন বলে জানায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ।
তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) হামলার শিকার হওয়া বাসটিকে সামরিক যান বলে উল্লেখ করেছে। আইএসআইএল বা আইএসআইএসের সদস্যরা আল-রাক্কা মরুভূমির জাবাল আল-বাশারি এলাকায় ওই সামরিক যানে হামলা করেছে বলে জানায় যুদ্ধ-বিগ্রহ পর্যবেক্ষক এ সংস্থা। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে এসওএইচআর।
যদিও এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আইএসআইএল-ই এ হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে
মাহফুজা ২১