২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পাহাড় ধস ও বিদ্যুৎস্পৃষ্টে চট্টগ্রামে ৩জন নিহত

    পাহাড় ধসে এবং বিদুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম মহানগরীতে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) ভোরে নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এবং ষোলশহর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

    ষোলশহরে পাহাড় ধসে এক শিশু এবং কাতালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা গেছে।

    পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, কাতালরগঞ্জ আবাসিকের ১ নম্বর গলির একটি বাড়ির নিচতলায় পানি ওঠে। এসময় ওই বাড়ির কেয়ারটেকার আবু তাহের নিচতলায় থাকা আইপিএস বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে হোসেন নামের আরও এক ব্যাক্তি বিদ্যুতে জড়িয়ে যান। পরে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    এদিকে ষোলশহর চশমাহীল আবাসিকে মামুন কলোনী এলাকায় পাহাড় ধসে মোহাম্মদ রায়হান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। ভোরের দিকে বাবার দোকানে ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে পড়লে এই শিশু চাপা পড়ে।

    পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর