২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল

    সিলেট এবং সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে । সেনাবাহিনী বন্যার্তদের উদ্ধারে  মাঠে নেমেছে । উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও।

    সারাদেশের মানুষকে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে । দেশের শোবিজ অঙ্গনে নাড়া দিয়েছে ভয়াবহ এ বন্যা পরিস্থিতি । সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরা সাহায্যের পাশাপাশি সবাইকে সাহায্যের আহ্বান জানাচ্ছেন অনেক তারকা।

    শনিবার  ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল এক ভিডিওবার্তায় বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন ।

    অনন্ত জলিল বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র একটা বা দুইটি গরু কোরবানি দেবো।  শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং দিন: দ্য ডে  সিনেমা থেকে  যে  টাকা আসবে- সবকিছু দিয়েই ইনশাআল্লাহ সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ।

    মাহফুজা ১৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর