২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল যাচ্ছে

    মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপে তেল রপ্তানি প্রায় দুই বছর বন্ধ ছিল ভেনিজুয়েলা থেকে ।  ইতালির একটি তেল ট্যাংকার ভেনিজুয়েলা থেকে ছয় লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে যাত্রা করেছে ইউরোপ অভিমুখে।  খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

    মার্কিন সরকার, ইউরোপীয় দেশগুলোতে ভেনিজুয়েলার তেল রফতানিতে সম্মতি দিয়েছে চলতি মাসের গোড়ার দিকে ।

    মার্কিন গণমাধ্যমগুলো দাবি করেছে ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসাহিত করতে এবং রাশিয়ার তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কমাতে এ সম্মতি দিয়েছে আমেরিকা।

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দুই বছর আগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

    কারাকাসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ই এই দুই কোম্পানি ভেনিজুয়েলার তেল ইউরোপে রফতানি করতে পারবে ,বলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির তেল কোম্পানি ‘এনি’ এবং স্পেনের তেল কোম্পানি ‘রেপসোল’কে ।

    ইতালির এনি কোম্পানির প্যান্টানাস নামের জাহাজটি ওই ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ ভেনিজুয়েলা থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করবে।

    মাহফুজা ১৯

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর