শ্রীলঙ্কা সরকার জ্বালানি সংকটের জন্য আগামী দুই সপ্তাহের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসায় থেকে অফিসের কাজ চালিয়ে নিতে নির্দেশ দিয়েছে । শুক্রবার এ ঘোষণা দেয় রাষ্ট্রটি।
শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয় পেট্রল ও ডিজেলের তীব্র সংকটের জন্য সোমবার থেকে সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষকে কম পরিসরে যান চালানোর নির্দেশ দেয় । ব্যক্তিগত যানবাহনে জ্বালানির ব্যবস্থা করতে না পারায় কর্মীসংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত ও নেয়া হয়েছে ।
১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুত না থাকায় দেশটির সরকার আমদানি করতে পারছে না খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য ।
বৈদেশিক মুদ্রার মজুত সংকটের সঙ্গে চলছে রেকর্ড মূল্যস্ফীতি। দেশজুড়েআর্থিক এই দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ।বিক্ষোভকারীরা দাবি করছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ ।
মাহফুজা ১৮