১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের সেনাবাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে -প্রধানমন্ত্রী বরিস জনসন

    ইউক্রেনে আকস্মিক সফরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন । এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন ।  দেশটির সেনাবাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও  ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন । বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

    ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর এখন পর্যন্ত বরিস জনসন দ্বিতীয়বার ইউক্রেনে সফর করলেন ।

    এক যৌথ সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, যুক্তরাজ্যের প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা ইউক্রেন বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে। টেলিগ্রামে দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, বরিস জনসনকে কিয়েভে পেয়ে আমরা খুবই আনন্দিত। ‘এই যুদ্ধে যুক্তরাজ্য আমাদের দৃড়ভাবে সমর্থন দিয়ে আসছে।

    যুক্তরাজ্যের নেতৃত্বাধীন প্রকল্পে প্রতি ১২০ দিনে ১০ হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার সম্ভাবনা থাকবে বলে জানায়  ডাউনিং স্ট্রিট । এই প্রশিক্ষণের মাধ্যমে সেনারা জানতে পারবে  যুদ্ধ জয়ের দক্ষতা,  প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, সাইবার-নিরাপত্তা এবং বিস্ফোরক প্রতিরোধের কৌশল সম্পর্কে ।

    মাহফুজা ১৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর